এডেপ্টার কিনতে দোকানে গিয়েছিলাম 

আমার ব্যাটারি ১২ ভোল্ট ১০০ এম্পিয়ার তাই ভাবছি ১২ ভোল্ট ১০ এম্পিয়ার এর এডেপ্টার কিনবো কিন্তু দোকানদার বলে এডেপ্টার সর্বোচ্ছ ৬ এম্পিয়ার পর্যন্ত হয়। কিন্তু ৬ এম্পিয়ার এডেপ্টার দিয়ে ১০০ এম্পিয়ার ব্যাটারি ফুল চার্জ হবে    নাকি ১০ এম্পিয়ারই  লাগবে ।


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বাজারে ৫,৬ অ্যাম্পিয়ারের বেশি অ্যডাপ্টার পাওয়া যায়না।আপনি প্রযোজনিয়ো মালামাল কিনে নিজের ইচ্ছামত বানিয়ে নিতে পারেন।