AbdulHalim

Call

এ্যাকাউন্টিং এ ৬৫%-৭০% সাবজেক্টে ম্যাথম্যাটিক্যাল আর ম্যানেজমেন্টের ৩০% এর মত ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আছে।কঠিন যদি মনে করেন তবে ম্যাথ এর দৃষ্টিকোণ থেকে কঠিন বলতে পারেন।হিসাব বিজ্ঞানের ব্যাসিক যদি ভালো থাকে এবং গণিত মোটামুটি ভালো পারেন ও ভালো লাগে তবে এ্যাকাউন্টিং আপনার জন্য পারপেক্ট মনে করতে পারেন।আর ম্যাথ এ দূর্বল হলে ম্যানেজমেন্ট আপনার জন্য সহজ হবে।

তবে এ্যাকাউন্টিং ম্যাথ নির্ভর বিধায় এখানে ভালো সিজিপিএ পাওয়া মোটামুটি সহজ।