আমার বয়স ১৬ বছর। দুবছর যাবত লক্ষ করছি  আমার শরীরে হাল্কা পরিমানে জ্বর থাকে এবং সারা শরীর ব্যথার পাশাপাশি  চোখ লাল হয়ে থাকে  ।পানি তিতা লাগে। একারনে অনেক ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং অনেক রক্ত পরীক্ষা  করেছি কোন লাভ হয়নি। আমি একবছর যাবত লক্ষ করছি কোমরে মৃদু ব্যথা। এখন দয়াকরে আমাকে বলুন আমার জ্বরের কারন কি?  একং কি করলে ভাল হবে। 


শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call
আপনাকে কি ঔষধ দিয়েছিল, যানালে ভাল
হতো।তবে আমার মনে হয় আপনার শারিরিক
দুর্বলতা ও অন্য কোন রোগের উপসর্গ আছে
যা ফলে জ্বর জ্বর ও মুখ তিতা লাগছে।

জ্বর মাথা ব্যথা একসাথে হয়। আপনার
প্রচুর পানি ও ভিটামিন বি কমপ্লেক্স। ও
ভিটামিন সি খাওয়া দরকার।

আপনি আবার ডাক্তারের সাথে যোগাযোগ
করুন