Share with your friends

সফটওয়্যার বলতে কোন প্রোগ্রামের সমষ্টিকে বুঝায়|এটি কম্পিউটার বা ইলেকট্রনিক্স কোনো যন্ত্রকে নির্দেশ করে কি করতে হবে|এক বা একাধিক ব্যক্তি নির্দিষ্ট উদ্দেশ্যে এটাকে ব্যবহার করে|সফটওয়্যার প্রধানত ৩ প্রকার|এপ্লিকেশন,প্রোগামিং এবং সিস্টেম সফটওয়্যার|

সহজ কথায় বলতে গেলে আমরা যা স্পর্শ করতে পারি তাকে হার্ডওয়্যার বলে আর এই সব হার্ডওয়্যার কে সচল রাখতে যে সব পোগ্রাম ব্যবহৃত হয় তাকেই সফটওয়্যার বলে ।