উদাহরণ সহ?


Share with your friends

ল্যান্ডলকড কান্ট্রি বা একক স্থলবেষ্টিত দেশ। যে সমস্ত দেশের সাথে অন্য কোন স্থলবেষ্টিত দেশের সীমানা নেই তাদেরকে একক স্থলবেষ্টিত দেশ বলা হয়। ইউরোপে এই প্রকারের দেশের সংখ্যা সবথেকে বেশী, ৬টি। যথাক্রমে এন্ডোরা, বেলারুশ, লুক্সেমবার্গ, মলদোভা, স্যান ম্যারিনো এবং ভ্যাটিক্যান। এশিয়াতে আছে ৪টি দেশ। নাম হলো মঙ্গোলিয়া, লাওস, নেপাল ও ভুটান। ককেশাস অঞ্চলের দক্ষিন ওশেটিয়া ও এই শ্রেণীর অন্তর্ভুক্ত। আফ্রিকায় এক শ্রেণীর ২টি দেশ আছে, লেসোথো এবং সোয়াজিল্যান্ড। স্থলবেষ্টিত দেশের আরেকটা প্রকারভেদ হলো ডাবল ল্যান্ডলকড কান্ট্রি বা দ্বি স্তরীয় স্থলবেষ্টিত দেশ। এদের বৈশিষ্ট্য হলো এই দেশগুলো একে তো স্থলবেষ্টিত, কোন সমূদ্রসীমা নেই। উপরন্তু, এদের চারপাশে যে দেশগুলো আছে, তাদেরও কোন সমূদ্রসীমা নেই। বিশ্বে এই ধরনের মাত্র ২টি দেশ আছে, ইউরোপের লিখটেনস্টাইন (সুইজারল্যান্ড আর অস্ট্রিয়া দিয়ে বেষ্টিত, যারা নিজেরাও স্থলবেষ্টিত দেশ।), এবং অন্যটা এশিয়ার উজবেকিস্থান (আফগানিস্তান, কাজাখস্তান, তাজিকিস্থান, কিরগিজস্তান ও তুর্কমেনিস্থান দ্বারা বেষ্টিত; এরা প্রত্যেকেই স্থলবেষ্টিত দেশ।) বিশ্বে আরো এক বিরল শ্রেণীর ৩টি দেশ আছে যারা প্রত্যেকেই মাত্র ১টি দেশ দ্বারা পরিবেষ্টিত। ফলাফল, তারা নিজেরা স্থলবেষ্টিত। দেশ গুলো হলোঃ লেসোথো (দক্ষিন আফ্রিকা দ্বারা পরিবেষ্টিত), স্যান ম্যারিনো ও ভ্যাটিকান (উভয়ই ইতালী দ্বারা পরিবেষ্টিত।) সর্বশেষ যে প্রকারভেদ নিয়ে বলবো সেটি হলো মাত্র ২টি দেশ দ্বারা স্থলবেষ্টিত বা স্যান্ডউইচ কান্ট্রি। দেশ গুলো হলোঃ ১। অ্যান্ডোরা - ফ্রান্স ও স্পেন দ্বারা পরিবেষ্টিত। ২। ভুটান - চীন ও ভারত দ্বারা পরিবেষ্টিত। ৩। লিখটেনস্টাইন - সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া দ্বারা পরিবেষ্টিত। ৪। মলদোভা - ইউক্রেন ও রোমানিয়া দ্বারা পরিবেষ্টিত। ৫। মঙ্গোলিয়া - চীন ও রাশিয়া দ্বারা পরিবেষ্টিত। ৬। নেপাল - চীন ও ভারত দ্বারা পরিবেষ্টিত। ৭। সোয়াজিল্যান্ড - দক্ষিন আফ্রিকা ও মোজাম্বিক দ্বারা পরিবেষ্টিত। এই তালিকায় আরো ২টি দেশ কে সংযুক্ত করা যায়, যদিও দেশ ২টি জাতিসংঘ কর্তৃক এখনো স্বীকৃত নয়। দেশ গুলো হলোঃ ১। দক্ষিন ওশেটিয়া - রাশিয়া ও জর্জিয়া দ্বারা পরিবেষ্টিত। ২। ট্রান্সনিস্ট্রিয়া - ইউক্রেন ও মলদোভা দ্বারা পরিবেষ্টিত।