শেয়ার করুন বন্ধুর সাথে

নিমোক্ত নীতিমালা সমূহ হতে হবে। ১.সংগঠেন আবদ্ধ সকলকে অবশ্যই সংগঠনটির মূল লক্ষ্যে একটি নিয়মনীতি তৈরি করে নিতে হবে। আবার সকলের মনমানসিকতাকেও সঠিকভাবে তৈরি করে নিতে হবে। ২.যাদেরকে নিয়ে সংগঠন গড়া হয়ে থাকে, তাদের সকলের মধ্যে ঐক্যতা থাকতে হবে। ৩.সঠিক নেতৃত্বসহ সকলকে নেতার যথার্থ আনুগত্য করতে হবে। ৪. যেহেতু সামাজিক সেবামূলক সংগঠন; সুতরাং কখনো সমাজের বহির্ভূত কোনো পদক্ষেপ নেয়া থেক বিরত থাকতে হবে। সর্বোপরি, সবাইকে সঠিক অবস্হানে থেকে সমাজের কল্যাণজনক কাজ-কর্ম করতে হবে এবং সমাজের মধ্যে চরিত্রের মাধুর্যতার প্রভাব সৃষ্টি করতে হবে।