আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন, যদি উত্তর দিতে পারেন, তাহলে অন্যকেও উত্তর দিতে পারবেন, ভাল ফলাফলের জন্য বেশি বেশি চর্চা করুন,

Call

কেন পারবেন না নিজের উপর আত্মবিশ্বাস রাখুন। যা পরবেন বুঝে মনোযোগ সহকারে পরুন।পারবেন কি পারবেন না সেটা পরের ব্যাপার।আপনি আগেই না পারার কথা ভেবে নারভাস হয়ে যাচ্ছেন যা কখনো আপনাকে সফলতা এনে দিতে পারবে না। নিজের উপর বিশ্বাস রেখে পরতে থাকুন ইনশাআল্লাহ আপনি সফল হবেন।

avir

Call

MCQ ভালো ভাবে মনে রাখতে হলে পাঠ্য বই মনযোগে সহকারে পড়তে হয় মন টা বইয়ের দিকে রেখে খুব মনোযোগ সহকারে পড়ুন রিডিং পড়ার সময়, গুরুত্ব পূর্ণ লাইন গুলো দাগ টেনে হেডলাইন দিয়ে রাখুন এতে MCQ ভালো মনে রাখা যায় মাঝেমধ্যে খাতায় নোট করে রাখুন জ্ঞান মূলক প্রশ্ন উওর গুলো আর নিজের প্রতি বিশ্বাস রেখে মনোযোগ সহকারে লেখাপড়া চালিয়ে যান আপনি আপনার সফলতা খুঁজে পাবেন।