Share with your friends
Call

৪০ মার্ক পেতে হলে আপনাকে বেশি বেশি বোর্ড বই পড়তে হবে। এছাড়াও বোর্ড বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের গাইডের বহুনির্বাচনী পড়তে হবে। তাহলই ইনশাল্লাহ ৪০ এর মধ্যে ৪০ই তুলতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App

শুধু রিডিং পড়া থেকে খুব অল্প প্রশ্নের উত্তর দেয়া সম্ভব, 40 টি প্রশ্নের উত্তর দিতে হলে কোন ভাল গাইড বই নিয়ে, নিয়মিত চর্চা করতে হবে,

Talk Doctor Online in Bissoy App
Call

না ভাই শুধু বোর্ড বই পড়ে গনিতে mcq ৪০ এর ভিতর ৪০ পাওয়া সম্ভব নয়।কারন এতে নিয়ম দেওয়া আছে কীভাবে প্রশ্ন হবে বা হতে পারে সেরকম তেমন কিছু দেওয়া নেই। আপনি এই বোর্ড বই পড়ার পাশাপাশি মেইড ইজি এই গাইডটা পরবেন। কারন এতে সারা দেশের বিভিন্ন নামকরা স্কুলসমূহের প্রশ্ন দেওয়া আছে আপনি ঐগুলো পড়লে কমন পাবেন।

Talk Doctor Online in Bissoy App
avir

Call

না এইভাবে ৪০ মার্ক তুলতে পারবেন না... গনিতে MCQ ভালো ভাবে পারতে হলে চর্চায় বেশি থাকতে হবে। বইয়ের পাশাপাশি নোটবুক এর বহুনির্বাচনী গুলো বেশি পড়তে হবে। পাঠ্য বইয়ের রিডিং পড়ার সময় দাগ টেনে আন্ডার লাইন দিতে পারেন যা মনে রাখতে বিশেষ সুবিধা হবে। গনিত এর বেলায় লেখার চর্চায় বেশী থাকতে হয়।

Talk Doctor Online in Bissoy App