ইমেইল নেইম চেঞ্জ করার কোনো ওয়ে আছে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Masumakonda

Call

প্রথমে ইমেইল একাউন্টে প্রবেশ করতে হবে। এবার পাতার উপরে ডান দিকের ‘settings’ নামের লিঙ্কটিতে কিক করুন। এবার উপরের ‘Account’ লিঙ্কটিতে কিক করুন। এখানে ব্যবহারকারীর ইমেইলটি দেয়া থাকবে। এর ডানপাশের ‘edit info’ -তে ক্লিক করুন। নতুন একটি উইন্ডো ওপেন হবে। নতুন উইন্ডোর দ্বিতীয় অপশন বাটনটি সিলেক্ট করে আপনার পছন্দ মতো নাম লিখুন। আর বাংলা ব্যবহার করতে হলে ইউনিকোড ব্যবহার করুন। গুগল চমৎকার ভাবে ইউনিকোড পদ্ধতিটি সমর্থন করে। কাজ শেষে ‘Save changes’ নামক বাটনটিতে কিক করুন। বিঃদ্রঃ এটা কম্পিউটারে করতে হবে।