না, মুহাম্মাদ (সাঃ) আকাশে ছিলেন না। যে আপনাকে একথা বলেছে আপনি তাকে জিজ্ঞেস করবেন যে, সে এই কথাটা কোথায় পেয়েছে। কোন হাদীসে? নাকি কুরআনের কোন আয়াতে? কেননা কুরআনের আয়াত এবং রাসূল (সাঃ) এর হাদীস ছাড়া এ খবর কোথায় পাওয়া যাবে না। যদি বলে অমুক বলছে, তাহলে এটা বিশ্বাস করা আপনার ব্যাপার। কেননা অমুক-তমুকও কুরআন-হাদীস ছাড়া এ কথা কোনভাবেই জানতে পারবে না।