Call

উচ্চচাপ বা নিম্নচাপ বলতে বায়ুর কোনো নির্দিষ্ট চাপ বোঝায় না, কারণ উচ্চচাপ বা নিম্নচাপের ধারণাটি তুলনামূলক । যখন ব্যারোমিটার যন্ত্রে বায়ুচাপ প্রায় ১,০১৩ মিলিবার বা তার বেশি তখন বায়ুমণ্ডলের সেই অবস্থাকে উচ্চচাপ বোঝায় ।অন্যদিকে যখন ব্যারোমিটার যন্ত্রে বায়ুচাপ থাকে ৯৮৬ মিলিবার বা তার কম তখন বায়ুমণ্ডলের সেই অবস্থাকে নিম্নচাপ বোঝায়, । উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু সর্বদা নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় ।