নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি, ২জি নেটওয়ার্কের ইন্টারনেট কানেকশনে আপনি এফএম শুনতে পারবেন না ভালোভাবে। ৩জি নেটওয়ার্কে ভালোই শুনতে পারবেন। আমি অনলাইনেই এফএম শুনে থাকি নিয়মিত। এক্ষেত্রে আমি BD Cast অ্যাপটি ইউজ করে থাকি। লাইভ রেডিও এবং টিভি দুটোই চলে।