শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

হাঁসফাঁস গরম বলে তো আর অনুষ্ঠান বারির ছাড় নেই | আর সবসময় এড়িয়েও যাওয়া যায় না | কিন্তু এইসময় হেভি মেক আপ করা যায় না, আবার আর এইসব জায়গায় একটু মেক আপ না করলে চলে না, কিন্তু গরম আর ঘামের জন্য ঠিক কি মেক আপ করবেন তা অনেকেই বুঝতে পারেন না | দেখে নিন আর ফলো করুন আমাদের দেওয়া মেক-আপ গাইড | আর এই গরমেও হয়ে উঠুন চোখে পড়ার মতো লাস্যময়ী, ফ্রেশ আর স্টানিং | *প্রথমেই একটা মাইল্ড ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন আর হাল্কা হাতে মুখ মুছে নিন । *এর পর ফেস প্রাইমার লাগান মুখে । ফেস প্রাইমার গরমকালে অনেকক্ষণ মেক আপ কে ধরে রাখে । তাই এটা লাগাতে ভুলবেন না,অবশ্যই ভালো কোন ব্র্যান্ড ব্যবহার করবেন । *এরপর স্কিন টোন অনুযায়ী লিকুইড ফাউন্ডেশন লাগান । চোখের তলায়,গালে,থুতনি আর সবশেষে কপালে লাগান । *এরপর যদি আপনার চোখের তলায় কালি থাকে বা মুখে দাগ থাকে তাহলে কোনও ভালো কনসিলার ওই জায়গায় লাগান । তবে স্কিনের সঙ্গে ভালো করে ব্লেন্ড করে নেবেন । *এরপর কম্প্যাক্ট পাউডার লাগান । *চোখের জন্য নন স্মাজ,লং লাস্টিং আই লাইনার চুজ করুন । *আইল্যাশে বা চোখের পাতায় মাস্কারা লাগান । দু থেকে তিন কোট মাস্কারা লাগান ওপরের পাতায় । *যাঁরা আই শ্যাডো লাগাতে চান তাঁরা স্প্রিং সামার এর কথা মাথায় রেখে নীলচে সবুজ আই শ্যাডো বাছুন । *চোখের নীচের পাতায় মাস্কারা লাগিয়ে আই মেক আপ শেষ করুন । *গালের hollows temples আর jaw line এ এরপর bronzer লাগান । *ফ্রেশ লুকের জন্য গালে পিঙ্ক ব্লাশ লাগাতে পারেন । *ঠোঁটের জন্য পিঙ্ক বা পিচ এর যে কোনও শেডের লিপস্টিক লাগিয়ে আপনার মেক আপ শেষ করুন ।