শেয়ার করুন বন্ধুর সাথে
MR Hossain

Call

কোন যন্ত্র কর্মদক্ষতা 60% বলতে বোঝায় ওই যন্ত্রে 100 একক শক্তি সরবরাহ করলে 60 একক কার্যকর শক্তি পাওয়া যায় এবং (100-60)=40 একক শক্তি অপচয় হয়। কোন যন্ত্রে যে পরিমাণ শক্তি সরবরাহ করা হয় তার পুরো অংশ কাজে রূপান্তর করা সম্ভব নয়। কিছু অংশ রূপান্তরে অক্ষম সেগুলো তাপ শক্তি হিসেবে পরিবেশে চলে যায়। কর্মদক্ষতার পরিমাণ নির্দেশ করে কোনো যন্ত্রের শক্তির কার্যকারী ব্যবহারের সক্ষমতা।