আমার মেয়ের ছয়মাস বয়স হলো গত দুই দিন ধরে পায়খানা হচ্চে তা থেকে আবার গন্দ হচ্চে পায়খান পাতলা কসা টাইপের তার জন্য কি ওষুধ খাওয়ানো যায়।   
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার বর্ণনা অনুযায়ী আমি বলব এখন নিজেদের মত করে ঔষধ খাওয়াবেন না।যত শীঘ্র সম্ভব নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হন।।।তবুও আপনি প্রশ্ন করেছেন তাই বলছি মেট্রোনিডাজল বড়ি খাওয়াতে পারেন।তবে আমার মতে আপনার কোনো ভাল চিকিৎসকের কাছ হতে পরামর্শ নেওয়া সবচেয়ে ভাল হবে।