Call

যে শব্দ দিয়ে কোনো কিছুর নাম বুঝায় তাকে বিশেষ্য পদ বলে।বিভিন্ন ধরনের নাম হত পারে।যেমন মানুষের নাম,গুনের নাম,জাতির নাম ইত্যাদি।গল্পে আপনাকে দেখতে হবে কোন শব্দটি দিয়ে কোনো কিছুর নাম বোঝাচ্ছে।যেটা দিয়ে নাম বোঝাবে সেটা বিশেষ্য পদ।এভাবে চিহ্নিত করতে হবে।

যে পদ দ্বারা কোন কিছুর নামকে বুঝায় তাকে বিশেষ্য পদ বলো। বিক্যে যদি কোন নাম পাবেন তাকেই বিশেষ্য বলতে পারেন।