শেয়ার করুন বন্ধুর সাথে
Call

যে সকল রাসায়নিক পদার্থ লাল লিটমাস কাগজকে নীল করে তাদেরকে ক্ষারক বলে । আবার যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদের ক্ষার বলে । তাহলে ক্ষার হলো বিেশষ ধরনের ক্ষারক । যেমন NaOH,KOH ইত্যাদি হলো ক্ষার অর্থাৎ তারা পানিতে দ্রবীভূত হয় । আর যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না তারা ক্ষার নয় তারা শুধু ক্ষারক যেমন Al(OH)3 . এটি ১ টি ক্ষারক কিন্তু এটি পানিতে দ্রবীভূত হয় না । তাই এটি ক্ষারক হলেও ক্ষার নয় ।  তাই বলা যায় যে সকল ক্ষারকই ক্ষার কিন্তু সকল ক্ষার ক্ষারক নয় ।                                      (প্রমাণিত)