আমার বর্তমান বয়স ১৭।আমি ১৫ বছর বয়স থেকে চশমা ব্যাবহার করছি চোখে কম দেখার কারণে।১৫ বছর বয়সে চোখের পাওয়ার ছিল -২.০০ ,-২.০০ । আমার চোখের পাওয়ার ৬ মাস পর পর -১.৭৫ থেকে -২.০০ এর মধ্যে উঠা নামা করে। এখন আমি জানতে চাই- ১| আমি কখন ল্যাসিক করতে পারব? ২| আমি ল্যাসিক করলে আমার ক্ষেত্রে চোখ নষ্ঠ হবার সম্ভাবনা আছে কী? ৩| ল্যাসিক করাতে কত টাকা খরচ হয় এবং সুস্থ হতে কত দিন সময় লাগে? ৪| ল্যাসিক করালে চোখ কত দিন ভালো থাকবে? বিঃদ্রুঃ- আমি কিছু দিন আগে অন্য একটি বিষয় নিয়ে প্রশ্ন করেছি কিন্তু এখনো তার কোনো উত্তর পাই নি । আশা করি এই প্রশ্নটির উত্তর পাব। ধন্যবাদ
শেয়ার করুন বন্ধুর সাথে