Call

আমার মত‌ে উচ‌িত না।চুল‌ের গ‌োড়া শক্ত ও চুলপরা বন্ধ করার জন্য প‌িয়াজ বা ল‌েবুর অবদান সব থ‌েক‌ে বেশ‌ি ।গ‌োসল করার আধ ঘন্টা পূর্বে প‌িয়াজ /ল‌েবুর রস সারা মাথায় লাগ‌িয়‌ে  ন‌িব‌েন।গ‌োসল‌ের সময় ধুয়‌ে ফেলব‌েন।এভাব‌ে মাস‌ে ৬/৭বার দিল‌ে আপনার সমস্যার সমাধান  হব‌ে।

Call

হ্যাঁ চুল পড়া রোধে তেজপাতা ব্যবহার করতে পারেন। এছাড়া হট অয়েল ম্যাসাজ করলেও উপকার পাবেন।

LeonBachar

Call

আপনি এই ক্ষেত্রে কালোজিরার তেল ব্যবহার করতে পারেন মাথায়।চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে।

Call

আপনি তেজপাতা ব্যবহার করতে পারেন এবং পাশাপাশি চুলপড়া গোড়া শক্ত করতে ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া খুব প্রয়োজনীয়। এক্ষেত্রে ভিটামিন এ ও বিটামিন ই আছে এমন খাবার বেশি খাওয়া উচিত। ২. চুল পড়ার অন্যতম কারন হলো ভেজা চুল আচড়ানো। ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকে তাই শুকানোর পরে চুল আচড়ানো উচিত। আমলা হেয়ার অয়েল (আমলকীর তেল) পাওয়া যায়। আমলকী চুলের গোড়া শক্ত করে। যদি পারেন আমলকী বেটে মাথায় লাগাতে পারেন।