কলেজ এ গিয়ে ভর্তি বাতিল করার কথা বললে বড় রকম টাকা চেয়েছিল৷ আমি একটু কম টাকা দিতে চাওয়ায় তিনি আর আমার সাথে দেখা করেন নি ৷ এর পর তিনি আমার থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে শুধু আমার এইচ, এস, সি এর মার্ক শিট দেন ৷ এর পর যতো বার আমি কলেজে ভর্তি বাতিল করতে গিয়েছি ৷ স্যার এর দেখা পাইনি ৷ ফোন নম্বর নিয়ে ফোন দিতাম ৷ কিন্তু ফোন বন্ধ পেয়েছি ৷ কলেজে গিয়ে বার বার আমাকে অন্য দিন আসতে বলা হতো ৷ প্রতিদিনই কলেজে গিয়ে ঘুরে আসতাম ৷ কলেজের প্রিন্সিপাল এর কাছে গেলে উনি বলেন তোমাদের সমস্যা তোমরা বুঝে নাও ৷ আমি ২০১৬ তে এইচ, এস, সি পরীক্ষা দিয়ে অনার্স এ ভর্তি হয়েছিলাম ৷ পরের বছর আমি ডিগ্রী প্রথম বর্ষে ভর্তি হই ৷ আমাদের এখনও রেজিস্ট্রেশন এর সময় হয়নি ৷ এর মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহল কি করবো??
শেয়ার করুন বন্ধুর সাথে