Jamiar

Call

হ্যা বির্য বের হলেই গোসল ফরজ হবে।কিন্তু আপনার তো জটিল সমস্যা প্লিজ ড: এর কাসে জান ।

না এটা আসলে বীর্য নয়। অন্য সময় উত্তেজনাবসত মজি লিঙ্গের মাথায় জমে থাকে, যা প্রসাব বা পায়খানা করার সময় বের হয়ে আসে। এটা বের হলে গোসল ফরজ হয় না। যদি এটা শরীরের কোথায় লেগে যায়, তাহলে তা ধুয়ে ফেলে অজু করলে পবিত্র হওয়া যায়।

হ্যাঁ অবশ্যই,আপনাকে গোসল করতে হবে।নতুবা আপনি অপবিত্র থাকবেন।যা কারোর কাম্য নয়।

Call

যদি মাত্র একবার হয় তাহলে সেটা রোগ নয়,তাই গোসল ফরয হবে।তবে যদি রোগজনিত কারনে দিনে ৫ কিংবা ৬ বার হয় তাহলে সেটি রোগ তাতে গোসল ফরয হবেনা।