জানি, এনার্জি মিটার থেকে আসা 'নিউট্রাল' তারটি প্রদীপ  মেইন সুইচের নিচে পুঁতে দেয়া আর্থিং রডের সাথে লাগিয়ে তথা সংযোগ স্থাপন করে লোডে নিয়ে যাওয়া হয়। মাল্টিফাংশনাল সকেটে তিনটি তার Phase, Neutral এবং Earth থাকে। জানি, 'আর্থ বা আর্থিং' তারটি মাটিতে পুঁতে দেয়া আর্থিং রডের সাথে লাগিয়ে দিতে হয়। এখন আমার প্রশ্ন, প্রদীপ  মেইন সুইচের নিচে পুঁতে দেয়া আর্থিং রড যেখানে 'নিউট্রাল' তারটি লাগিয়ে লোডে নিয়ে যাওয়া হয়েছে সেখানে মাল্টিফাংশনাল সকেটের 'আর্থ' তারটি লাগাতে পারব কিনা?......
শেয়ার করুন বন্ধুর সাথে

হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নাই।

জ্বি লাগাতে পারবেন সমস্যা হবে না মনে হয়