আমি সেক্সের ঔষধ সেবন করি ৩ মাস পর পর বাড়িতে গেলে susten 30 mg ২/৩ পিছ নেই এতে করে কি আমার কোন খতি হবে দয়া করে আমকে জানাবেন
Share with your friends
Call

সেক্সের ঔষধ Susten-30 mg সেবনের ফলে যৌন বিভিন্ন সমস্যা হতে পারে, এসব ঔষধ বেশী দিন খেলে আপনার স্বাভাবিক ক্ষমতা কমে যাবে। মাথা ঘোরা, বমি বমি ভাব হতে পারে। এছাড়া তন্দ্রাচ্ছন্নতা, ইনসোমনিয়া, ডায়রিয়া, দূর্বলতা ইত্যাদি দেখা দিতে পারে। তাই এটা না খাওয়াই উচিত যদি আপনার স্থায়িত্ব ৫-৮ মিনিট হয়ে থাকে।