আমার পিসিতে সফটওয়্যার ইনষ্টল দেওয়ার 

পর  সফটওয়্যার গুলি অটো আপডেট হয়ে

যায় সফটওয়্যার অটো আপডেট বন্ধ করব

কিভাবে 


শেয়ার করুন বন্ধুর সাথে

উইন্ডোজ আপডেট সার্ভিস’ বন্ধ করে রাখা উইন্ডোজ কম্পিউটারে এর আপডেট ডাউনলোড করার কাজটি সফটওয়্যারটির একটি রুটিনমাফিক প্রক্রিয়া, যা একটু চালাকি করে বন্ধ করে রাখা যায়। এতে করে প্রসেসটি আর নিজ থেকে চালু হতে পারবেনা, ফলে নিজ থেকে উইন্ডোজ আপডেটও ডাউনলোড হবেনা। কীভাবে সেটি করা যায় তা দেখে নেয়া যাকঃ 1. কিবোর্ডের উইন্ডোজ বাটন চাপ দিয়ে ধরে রেখে R বাটন চাপ দিয়ে রান কমান্ড চালু করুন (অর্থাৎ Windows + R প্রেস করুন)। 2. এবার যে রান কমান্ড বক্স আসবে, সেই বক্সের মধ্যে services.msc লিখে এন্টার বাটনে চাপ দিন 3. এখন একটি উইন্ডো ওপেন হবে, যেখানে লিস্ট আকারে অনেকগুলো সার্ভিসের নাম লেখা থাকবে। এর মধ্য থেকে লিস্টের শেষদিকে ‘Windows Update’ সার্ভিস খুঁজে বের করে সেটির উপর ডাবল ক্লিক দিয়ে সার্ভিসটির প্রোপার্টিজ মেন্যু ওপেন করুন। 4. এখানে ‘জেনারেল’ ট্যাবে ‘Startup Type’ এর জন্য ‘Disabled’ অপশন বাছাই করে ‘OK’ বাটনে ক্লিক করুন। এখন কম্পিউটার রিস্টার্ট নিতে চাইবে। রিস্টার্ট দিন। ব্যাস, এখন থেকে আপনার কম্পিউটারে আর কখনোই উইন্ডোজ ১০ এর আপডেট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবেনা। আপনি যদি কখনো আবার উইন্ডোজ ১০ স্বয়ংক্রিয় আপডেট চালু করতে চান, তাহলে উপরের পদ্ধতিতে ‘Startup Type’ এর জন্য ‘Automatic’ অপশন বাছাই করে ‘OK’ করুন।