Junait

Call

কোনো নারীর বিবাহ থাকলে সে অন্য 

কোনো পুরুষকে বিবাহ করতে পারবে না তার স্বামীকে

তালাক না দিলে। যদি এমন হয় যে কোনো নারী

স্বামীর ঘর সংসার করছে এমতাবস্থায় গোপনে বা

স্বামীকে তালাক না দিয়ে অন্য পুরুষের সাথে

নিকাহ করে তাহলে ইসলামের দৃষ্টিতে দ্বিতীয়

বিবাহটি বিবাহ বলে বিবেচিত নয়। দ্বিতীয় নামধারী 

স্বামীর সাথে স্বামী-স্ত্রী সুলভ আচরণ করলে/

মেলামেশা করলে তা যিনা করা হবে। 

আপনার প্রশ্নের সহজ উত্তর " জায়েজ নেই" ,  

যিনাকারীর শাস্তি --------

“ব্যভিচারী ও ব্যভিচারিণী উভয়কে এক’শ ঘা করে বেত্রাঘাত কর। আল্লাহর বিধান কার্যকরী করবে এদের প্রতি দয়া যেন তোমাদের অভিভূত না করে। যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয়ে থাক। ঈমানদারদের একটি দল যেন এদের শাস্তি প্রত্যক্ষ করে”। (সূরা আন নূর ২)

আলেমগণ বলেছেন, এটাই হচ্ছে অবিবাহিত পুরুষ-মহিলার ব্যভিচারের ইহকালীন শাস্তি। যদি তারা বিবাহিত হয় বা জীবনে একবার হলেও বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিল এমন হয়ে থাকে, তাহলে তাদেরকে পাথর নিক্ষেপে হত্যা করতে হবে। এটা হাদীসের নির্দেশনা । এ মৃত্যুদণ্ডেও যদি তাদের পাপের পূর্ণ প্রায়শ্চিত্ত না হয় এবং তারা উভয়েই তওবা না করে মারা যায় তাহলে তাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো লৌহদণ্ড দিয়ে শাস্তি দেয়া হবে।