শেয়ার করুন বন্ধুর সাথে
ontu

Call

"Robert Birge (Syracuse University) ( 1996) এর মতে ব্রেইনের তথ্য ধারণ ক্ষমতা হল 1 থেকে 10 টেরাবাইট এর মধ্যে, স্বম্ভবত 3 টেরাবাইট এর কাছাকাছি। এ ক্ষেত্রে তিনি প্রতি নিউরন 1 বাইট ক্ষমতা সম্পন্ন হিসাবে গণনা করেন । কিন্তু বর্তমানে বলা হয় যে, ব্রেইনের ক্ষমতা 1-1000 টেরাবাইট এর মতো। কারণ বর্তমান বিজ্ঞানীদের মতে, কেবল মাত্র নিউইরনেই (বিজ্ঞানী দের মতে, নিউরন সংখ্যা 100 বিলিয়নের মতো) নয়,তাদের মধ্যবর্তী সিনাপ্সেও তথ্য রক্ষিত হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ