শেয়ার করুন বন্ধুর সাথে

Call

বাংলাতে বলা হয় বুদ্ধিজীবী বা জ্ঞানসম্পন্ন লোক, ইংরেজিতে বলা হয় পিপুল অফ আন্ডারস্ট্যান্ডিং অথবা ওয়াইজ, আর কোরআনের ভাষায় বলা হয় উলুল আলবাব। আসলে এই ব্যক্তিগণ কারা? আমাদের দেশের কনসেপ্টে ছোট বড় সবাইকে ধারণা দেয়া হয়েছে এরা হচ্ছে সুশীল সমাজের তারা যারা জ্ঞান চর্চা করে, কলাম লিখে, টকশো করে ইত্যাদি। চলুন দেখি, আল্লাহ কি বলছেন। সুরা ইমরানে ১৯০ নং আয়াতে আল্লাহ সুবহানওয়াতা'আলা বর্ণনা করছেন, এই পৃথিবী ও মহাবিশ্ব সৃষ্টির মধ্যে, রাত - দিনের আবর্তনের মধ্যে নিদর্শন রয়েছে এই জ্ঞানী মানুষদের জন্য। পরের আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিলেন, আসল জ্ঞানী বা বুদ্ধিজীবী হচ্ছে তাঁরা, যারা আল্লাহর এই বিশাল সৃষ্টি নিয়ে গবেষণা করে (ইয়াতাফাক্কারুনা), আল্লাহকে সর্বদা দাড়ানো, বসা, শয়নরত অবস্থায় স্বরণে রাখে আর এই সব গবেষনার পর আল্লাহর সৃষ্টির নমুনা দেখে, বিশালত্ব দেখে, কারুকার্যের পারফেকশন দেখে তারা এতোটা আশ্চর্য হয়ে যায় যে তাদের মুখ থেকে আপনা-আপনি বের হয়ে পড়ে, "ও আমাদের রব, তুমি এই সব এতো কিছু কিছু এতো পারফেক্টলি, এতো প্ল্যানমাফিক ভাবে সৃষ্টি করেছো, যে নিশ্চয় এর পিছনে একটা বড় উদ্দেশ্য রয়েছে, উদ্দেশ্যবিহীন ভাবে সৃষ্টি করোনি, আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো হে রব". এই ব্যক্তিগুলোই হচ্ছে আসল বুদ্ধিজীবী বা আসল জ্ঞানী।