Call

আমার কথা যে ঐ ব্যাক্তি, সম্পুর্ণ বুঝবে এবং মানবে এটা আমি শক্ত ভাবে মানব না।  কেননা সবার একটা নিজেস্ব চিন্তা ভাবনা থাকে,  যা অন্যের সাথে মিলবে না,  কারন তার পয়েন্ট অফ ভিউ ভিন্ন৷

তারপর ও  সব কিছুর একটা ঠিক - বেঠিক আছে - এক্ষেত্রে আমি আমার সঠিক ভিউ টা তার কাছে তুলে ধরব - এ ক্ষেত্রে তার ওপর  কোন প্রেসার নাই।  এবং আমি তার ধরনা কেও ছোট করব না,  আফটার অল তার এতদিনের বিশ্বাস - তা তো আর আমার ৫ মিনেটের কথা য় চলে যাবে না৷  তবে আফটার অল - কুসংস্কার হল একটা পাতলা সুতার মত - যিনি মাথা খাটাবেন - তার কাছে এটা একটা তুচ্ছা ব্যাপারও হাসির বিষয় - যিনি অন্ধের মত বিশ্বাস করবে তার জন্য এটা দেওয়াল হয়ে যাবে৷

মূল কথাটা হল কি - আমি তাকে বুঝাতে গিয়ে নিজে উত্তেজিত হবো না৷  কেননা মানুষকে সঠিক কিছু শিখানো সহজ নয় -