সুয়েজখাল কোন কোন সাগরকে যুক্ত করেছে?

সঠিক উত্তর: ভূমধ্যসাগর ও লোহিত সাগর
১৮৬৯ সালে লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযোগকারী জলপথ সুয়েজ খাল খনন করেন ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডিনান্ড ডি লিসেপস এবং ১৯৫৬ সালে মিশর এটিকে জাতীয়করণ করে। ১৯৬৭ সালে আরব - ইসরাইল যুদ্ধের কারণে এটিকে বন্ধ করে দেয়া হয় এবং ১৯৭৪ সালে আবার খুলে দেয়া হয়। অন্যদিকে, ভূমধ্যসাগর ও আরব সাগরের মাঝে সুয়েজ খাল ও লোহিত সাগর অবস্থিত এবং ভূমধ্যসাগর ও কাস্পিয়ান সাগরের মাঝে সরাসরি কোনো জলপথের সংযোগ নেই।