ফ্লোরিডা প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে?

সঠিক উত্তর: মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগর
ফ্লোরিডা প্রণালী যুক্ত করেছে মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগর। ফ্লোরিডা প্রণালী (ইংরেজি: Straits of Florida) আটলান্টিক মহাসাগরকে মেক্সিকো উপসাগরের সাথে সংযুক্তকারী সমুদ্রপ্রণালী। প্রণালীটির উত্তরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ - পূর্বে অবস্থিত ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণতম প্রান্তে অবস্থিত ফ্লোরিডা কিজ (Florida Keys) দ্বীপপুঞ্জ। প্রণালীর দক্ষিণে ও দক্ষিণ - পূর্বে আছে দ্বীপরাষ্ট্র কিউবা ও বাহামা দ্বীপপুঞ্জ। সমুদ্রপ্রণালীটি ৪৮০ কিলোমিটার দীর্ঘ এবং ৮০ থেকে ২৪১ কিলোমিটার প্রশস্ত। এর গভীরতা ১৮০০ মিটার।