সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে?

সঠিক উত্তর: ভূমধ্যসাগর ও লোহিত সাগর
সুয়েজ খাল একটি কৃত্রিম সামুদ্রিক খাল ।সুয়েজ খাল অবস্থিত - সিনাই উপদ্বীপের পশ্চিমে (মিশর)।সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে।সুয়েজ খাল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় ১৮৬৯ সালে।- সুয়েজ খাল খনন করা হয় ১০ বছর ধরে।