সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে?

সঠিক উত্তর: লোহিত সাগর ও ভূমধ্যসাগর
লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযোগকারী জলপথ সুয়েল খাল খনন করেন ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডিনান্ড ডি লিসেপস ১৯৬৯ সালে। ১৯৫৬ সালে মিশর এটিকে জাতীয়করণ এটিকে বন্ধ করে দেয়া হয় এবং ১৯৭৪ সালে আবার খুলে দেয়া হয়।