'ততোধিক' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো--

সঠিক উত্তর: ততঃ + অধিক
'ততোধিক' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো - - ততঃ + অধিক। যে দুইটি ধ্বনির মিলনে সন্ধি হবে, তাদের একটি যদি বিসর্গ হয়, তবে তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ + স্বরধ্বনি: ‘অ’ স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে আবার ‘অ’ থাকলে অ + ঃ + অ = ‘ও’ হয়। যেমন - ততঃ + অধিক = ততোধিক।