”মনীসা” শব্দের সন্ধি বিচ্ছেদ হলো-

সঠিক উত্তর: মনস + ঈষা
”মনীসা” শব্দের সন্ধি বিচ্ছেদ হলো - মনস + ঈষা । 'মনীসা' বানানে 'স' এর স্থলে 'ষ' হবে এবং উত্তর হবে মনস্ + ঈষা । 'মনীষা' নিপাতনে সিদ্ধ সন্ধি । এর সঠিক সন্ধি বিচ্ছেদ মনস্ + ঈষা । নিপাতনে সিদ্ধ আরো কয়েকটি সন্ধি হলো - গো + পথ = গোষ্পদ, বন্ + পতি = বনস্পতি, বৃহৎ + পতি = বৃহস্পতি, পর + পর = পরস্পর, ষট্ + দশ = ষোড়শ ।