'কিন্নুর' শব্দের সন্ধি-বিচ্ছেদ হলো-

সঠিক উত্তর: কিম + নর
ব্যঞ্জন ধ্বনির আগে বা পরে স্বর অথবা ব্যঞ্জন যেকোন ধ্বনি সংযুক্ত হয়ে যে সন্ধি সাধিত হয় তাকে ব্যঞ্জ সন্ধি বলে। যেমন - কিন্নর = কিম্ + নর, গন্তব্য = গম্ = তব্য, কিংবা = কিম্ + বা, কিংবদন্তি = কিম্ + বদন্তি ইত্যাদি।