নিচের কোন অঙ্গের কোষে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি বেশি থাকে?

সঠিক উত্তর: যকৃত
মাইটোকন্ড্রিয়ার সংখ্যা : প্রকারভেদে প্রতি কোষে এক হতে একাধিক থাকতে পারে । সাধারণত গড়ে প্রতি কোষে ৩০০ হতে ৪০০টি মাইটোকন্ড্রিয়া থাকে । যকৃত কোষে ১০০০ বা ততোধিক থাকে । Amoeba তে আরও বেশি থাকে ।