নিচের কোন কোষে প্লাস্টিড থাকে?

সঠিক উত্তর: কোনটিই না
ছত্রাক (Fungi), ব্যাকটেরিয়া, নীলাভ-সবুজ শৈবাল (সায়ানোব্যাকটেরিয়া) এবং প্রাণী কোষে প্লাস্টিড নেই । নীলাভ সবুজ শৈবালে প্লাজমামেমব্রেন ভেতরে প্রবিষ্ট হয়ে থাইলাকয়েড সৃষ্টি করে এবং থাইলাকয়েড ক্লোরোফিল ধারণ করে ।