নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার কাজ নয় ?

সঠিক উত্তর: DNA ও RNA সংশ্লেষণে সাহায্য করা
মাইটোকন্ড্রিয়ার কাজ :(i) কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করা(ii) শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম, কো-এনজাইম প্রভৃতি ধারণ করা(iii) শ্বসনের বিভিন্ন পর্যায় যেমন - ক্রেবস চক্র, ইলেক্ট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পন্ন করা(iv) নিজস্ব DNA, RNA উৎপন্ন করা এবং বংশগতিতে ভূমিকা রাখা(v) প্রোটিন সংশ্লেষ ও স্নেহ বিপাকে সাহায্য করা(vi) এরা Ca, K প্রভৃতি পদার্থের সক্রিয় পরিবহনে সক্ষম(vii) শুক্রাণু ও ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করা(viii) কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করা(ix) কোষের পূর্বনির্ধারিত মৃত্যু (Apoptosis) প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা(x) রক্তকণিকা ও হরমোন উৎপাদনে সহায়তা করা(xi) এতে বিভিন্ন ধরনের ক্যাটায়ন, যেমন - ক্যালসিয়াম আয়ন, সালফার আয়ন, আয়রন আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন ইত্যাদি সঞ্চিত রাখা