বাংলা ভাষায় সাধু ও চলিত রুপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে?

সঠিক উত্তর: প্রথম চৌধুরী
বাংরা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। তিনি সাধু ও চলিত রীতির মধ্যে তুলনামূলক গবেষণা করেন এবং সবুজপত্র (১৯১৪) পত্রিকা সম্পাদনার মাধ্যমে চলতি রীতির প্রলন করেন। উল্লেখ্য, উইলিয়াম কেরি ছিলেন একজন মিশনারি এবং বাংলায় গদ্য পাঠ্যে পুস্তকের প্রবর্তক।