সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে পদযুগলের পরিবর্তন ঘটে?

সঠিক উত্তর: সর্বনাম ও ক্রিয়া
ব্যাখাঃ সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। যা চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। সুতারং সাধু ভাষা থেকে চলিত ভাষার লিখতে সর্বনাম ও ক্রিয়াপদ যুগলের পরিবর্তন ঘটে।