সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে?

সঠিক উত্তর: সর্বনাম ও ক্রিয়া
সাধু ভাষায় ক্রিয়াপদের পূর্ণরুপ ব্যবহৃত হয়। যেমন - করিয়া, হইতেছে; এর চলিত রুপ - করে> করিয়া, হচ্ছে> হইতেছে। সাধু ভাষায় সর্বনাম পদের পূর্ণরুপ ব্যবহৃত হয়। যেমন - তাহার, যাহাদের; এর চলিত রুপ - তার> তাহার, যাদের> যাহাদের।