দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১৫। সংখ্যাটি থেকে ৯ বিয়োগ করলে এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?

সঠিক উত্তর: 87
অঙ্কদ্বয়ের সমষ্টি = ৮ + ৭ = ১৫ এবং ৮৭ - ৯ = ৭৮ অর্থাৎ ৯ বাদ দিলে ৮৭ স্থান পরিবর্তন করে ৭৮ হয়। অতএব, অপশন ধরে উত্তর বের করা যায় ৮৭.