একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক -চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?

সঠিক উত্তর: ১৬
মনে করি, ছােট বর্গের বাহুর দৈর্ঘ্য = a বড় " " " = ৪a ∴( বড় বর্গের ক্ষেত্রফল)/ (ছােট বর্গের ক্ষেত্রফল) = (৪a)²/a² = ১৬a²/a² = ১৬ উত্তর : ১৬ গুণ।