একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?

সঠিক উত্তর: ১৬
মনে করি, সরল লেখাটির দৈর্ঘ্য = x এর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = x² সরলরেখাটির এক - চতুর্থাংশ (x/4) ক্ষেত্রফল = x²/16 ∴ x²÷(x²/16) = x²×(16/x²) = 16 গুণ