'ঠকচাচা' চরিত্রটি কোন উপন্যাসের ?

সঠিক উত্তর: আলালের ঘরের দুলাল
প্যারীচাঁদ মিত্র কর্তৃক রচিত ‘আলালের ঘরের দুলোল’ (১৮৫৭) বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। এটি ইংরেজিতে Spoiled Child নামে অনূদিত। এটি কথ্য ভাষায় লিখিত যা ‘আলালি ভাষা’ নামে পরিচিত। এ উপন্যাসের বিখ্যাত ধূর্ততা, বৈষয়িক বুদ্ধি ও প্রাণময়তা নিয়ে এক জীবন্ত চরিত্র।