“ঠকচাচা” কোন উপন্যাসের চরিত্র?

সঠিক উত্তর: আলালের ঘরের দুলাল
বাংলা সাহিত্যে ‘টেকচাঁদ ঠাকুর’ ছদ্মনামে খ্যাত প্যারীচাঁদ মিত্রের বিখ্যাত উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’। এ উপন্যাসটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে আখ্যায়িত। ঠকচাচা চরিত্রটি এ উপন্যাসে তার এক অনন্য সৃষ্টি।