”ঠকচাচা” চরিত্রটি কোন উপন্যাসে বিদ্যমান?

সঠিক উত্তর: আলালের ঘরের দুলাল
'ঠকচাচা' চরিত্রটি 'আলালের ঘরের দুলাল' উপন্যাসে বিদ্যমান। এছাড়া এ উপন্যাসের অন্যান্য চরিত্র - মতিলাল, বাঞ্ছারাম ,বাবু রাম বাবু। কাজী নজরুল ইসলাম রচিত 'মৃত্যুক্ষুধা ' উপন্যাসের প্রধান চরিত্র - মোয়াজ্জেম ও রুবি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'চোখের বালি ' উপন্যাসের মূল চরিত্র - মধূসূদন ও কুমুদিনী।