পাতার যে কোষে সালোক-সংশ্লেষণ ঘটে-

সঠিক উত্তর: প্যালিসেড প্যারেনকাইমা
প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ S অংশ (পত্ররন্ধ্র) দ্বারা বাষ্পাকারে পানি নির্গত করে। সাধারণত পাতার নিম্নত্বকে S অংশ (পত্ররন্ধ্র) অবস্থান করে। বিষমপৃষ্ঠ পাতার ওপরের ত্বকের দিকে থাকে প্যালিসেড প্যারেনকাইমা এবং নিচের ত্বকের দিকে থাকে স্পঞ্জি প্যারেনকাইমা। পাতার প্যালিসেড কোষগুলোতে সালোকসংশ্লেষণ বেশি হয়।