কোন উদ্ভিদ পাতার পরিবর্তে কান্ডের সাহায্যে সালোকসংশ্লেষণ সম্পন্ন করে থাকে?

সঠিক উত্তর: ফণীমনসা
কয়েক প্রকার ব্যাকটেরিয়া, শৈবাল ও উচ্চশ্রেণীর উদ্ভিদ, যাদের সালোকসংশ্লেষণকারী রঞ্জক পদার্থ থাকে, তারাই সালোকসংশ্লেষ করতে সক্ষম। মূলত পাতায় সালোকসংশ্লেষ প্রক্রিয়া সংঘটিত হলেও কিছু উদ্ভিদের মূল বা কাণ্ডেও এটি হতে পারে। ফণীমনসা উদ্ভিদ পাতার পরিবর্তে কান্ডের সাহায্যে সালোকসংশ্লেষণ সম্পন্ন করে থাকে |