কোন গাছ পাতার পরিবর্তে কান্ডের সাহায্যে সালোকসংশ্লেষণ সম্পন্ন করে?

সঠিক উত্তর: ফণিমণসা
ফণীমনসা (Prickly pear) বহুবর্ষজীবী কাঁটাময় ক্যাকটাস। এর বৈজ্ঞানিক নাম Opuntia dillenii. এই গাছ ১ থেকে ৩ মিটার লম্বা হয়। কাণ্ড নেই অথবা থাকলেও খুবই খাটো। ফণিমণসা গাছ পাতার পরিবর্তে কান্ডের সাহায্যে সালোকসংশ্লেষণ সম্পন্ন করে|